Love story In Train In Bengali - ট্রেনে প্রেমের গল্প
গল্পের শুরুটা অনেক পরে। তার আগে বলে রাখাই ভালো, বহু জাগা ঘুরে, অনেক কাজের প্রচেষ্টা করে, আপাতত রেলওয়ে তে একটা contractual ডিপার্টমেন্ট এ কর্মরত আকাশ। The story begins much later. It is better to say before that, Akash is working in a contractual department on the railways. আকাশ একটা সাধারণ ছেলে, বেখায়ালি , আপন মনেই থাকতে ভালবাসে। বন্ধু সংখ্যা অনেক থাকলেও, আকাশ নিজের একাকিত্ব কাটিয়ে উঠতে পারেনি আজও। অফিসে ছুটি বলতে খুবই কম পায় আকাশ, তার উপর কাজের চাপও বেশ। তেমনি যথারীতি ছুটি না পাওয়ার প্রকল্পটা বজায় রাখতেই বোধকরি পুজোর সময়ও আকাশকে চলে যেতে হয়েছিল বাইরে অফিসের কাজে। ফিরেছিল পুরো পুজো শেষ করে, দশমীর দিনে রাতে একটা অবসাদ ভরা ভাবনা নিয়ে। কিন্তু আকাশও নাছোড় বান্দা চললো মাসির বাড়িতে বর্ধমান, শুধুমাত্র পুজোর ভাসানে আনন্দ করবে বলে। Akash is an ordinary boy, Bekhayali, loves to be in his own mind. Despite the large number of friends, Akash still could not overcome his loneliness. Akash gets very little to say about office holidays, work pressure is also qu...