Love story In Train In Bengali - ট্রেনে প্রেমের গল্প

গল্পের শুরুটা অনেক পরে। তার আগে বলে রাখাই ভালো, বহু জাগা ঘুরে, অনেক কাজের প্রচেষ্টা করে, আপাতত রেলওয়ে তে একটা contractual ডিপার্টমেন্ট এ কর্মরত আকাশ। 
 

The story begins much later. It is better to say before that, Akash is working in a contractual department on the railways. 


 
আকাশ একটা সাধারণ ছেলে, বেখায়ালি , আপন মনেই থাকতে ভালবাসে। বন্ধু সংখ্যা অনেক থাকলেও, আকাশ নিজের একাকিত্ব কাটিয়ে উঠতে পারেনি আজও। অফিসে ছুটি বলতে খুবই কম পায় আকাশ, তার উপর কাজের চাপও বেশ। তেমনি যথারীতি ছুটি না পাওয়ার প্রকল্পটা বজায় রাখতেই বোধকরি পুজোর সময়ও আকাশকে চলে যেতে হয়েছিল বাইরে অফিসের কাজে। ফিরেছিল পুরো পুজো শেষ করে, দশমীর দিনে রাতে একটা অবসাদ ভরা ভাবনা নিয়ে। কিন্তু আকাশও নাছোড় বান্দা চললো মাসির বাড়িতে বর্ধমান, শুধুমাত্র পুজোর ভাসানে আনন্দ করবে বলে। 

Akash is an ordinary boy, Bekhayali, loves to be in his own mind. Despite the large number of friends, Akash still could not overcome his loneliness. Akash gets very little to say about office holidays, work pressure is also quite on him. Similarly, in order to maintain the project of not getting leave as usual, Akash had to go out for office work even during Pujo. Returned after finishing the whole puja, on the night of Dashmi with a tired thought. But Akash also persevered in his aunt's house, saying that he would only enjoy Pujo Bhasan.

প্রথমে ট্রেন এ করে ব্যান্ডেল জং, তারপর আবার অন্য ট্রেন বদলাতে হবে । দূরের রাস্তা একা একা অসস্তি লাগছিল
আকাশের আবার একটা চাপা আনন্দও। আস্তে আস্তে ট্রেন যত ব্যান্ডেল এর দিকে এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে, আর কিছু ক্ষন ব্যাস এই ভাবনাতে। ব্যান্ডেল নেমে অন্য ট্রেন এ গিয়ে বসলো আকাশ। ফাঁকা কম্পার্মেন্ট, আস্তে আস্তে লোকজন উঠতে শুরু করেছে, পনেরো মিনিট পরেই ট্রেন ছাড়বে। আকাশও অন্য মনস্ক হয়ে জানালা দিয়ে বাইরের তাকিয়ে ভাবতে লাগলো কি করে বাকি পথটা কাটাবে।
 

First you have to change the bandel rust on the train, then you have to change the other train again. The distant road alone seemed uncomfortable Another suppressed joy in the sky. The more the train slowly moves towards the bundle, the more the excitement grows, and the momentary diameter in this thought. Akash got off the bandel and got on another train. Empty compartment, slowly people started to get up, the train would leave in fifteen minutes. Akash also looked out of the window with a different mind and started thinking how to cross the rest of the way.

 
মোবাইল বেশিক্ষণ ঘটা যায় না। মাথা যন্ত্রণা হয় এখানে সিট টা কি ফাঁকা ?? Hello, এখানে সিট টা কথাটা কনে আসতেই , একটা ঝাঁকুনি দিয়ে উপরের দিকে মুখ তুললো আকাশ। একটি মেয়ে ! ঊনিশ- কুড়ি হবে। মাথার চুল গুলো এলোমেলো, কিছুটা চুল আবার কপাল থেকে গড়িয়ে ঠোঁটের কাছে এসে লুটোপুটি খাচ্ছে। চোখে একটা উজ্জ্বল বুদ্ধিমত্তার পরিচয় লক্ষ্যনীয়। পরনে একটা চুড়িদার, ওড়নাটা আড়াআড়ি ভাবে কাধ থেকে নেমে এসে কোমড়ের কাছে একটা আলতো গিট। হতে একটা ব্যাগ। 

Mobile can't happen for long. Headache is the seat here is empty ?? Hello, as soon as the bride came to the seat, Akash raised his face with a jerk. A girl! Nineteen-twenty. The hair of the head is random, some of the hair is rolling from the forehead to the lips and eating the loot. The identity of a bright intelligence is noticeable in the eyes. Wearing a bangle, the veil came down horizontally from the shoulder and a gentle knot near the waist. Be a bag.




  
এখানে কি সিট টা ফাঁকা ?? আবার প্রশ্ন করলো। হ্যাঁ..... হ্যাঁ ...... আপাতত কেউ নেই । আকাশ  অবাক করা দৃষ্টিতে মায়েটির মুখের দিকে তাকিয়ে বলল। আপনি কোথায় যাবেন ? আমি !! মাসির বাড়ি, পুজোর ভাসান। স্টেশনের নামটাও বললো আকাশ। আপনি ? আপনার কিছু পরেই  নামবো .. বলে একটু হাসলো মায়েটি।
 

Is the seat empty here ?? Asked again. Yes ..... yes ...... no one at the moment. Akash looked at his mother's face with a surprised look. Where are you going? I !! Aunt's house, Pujo Bhasan. Akash also said the name of the station. You? I will get down after some of you .. My mother smiled a little. 

 
আপনি কোথায় যাচ্ছেন ? বেড়াতে বুঝি?  না.... নিজের বাড়ি, পুজোতে কলকাতায় ছিলাম। পুজো শেষ করে বাড়ি ফিরছি । ময়েটি বললো । পুজো শেষ করে ফিরছেন !!!? আমি তো জানতাম পুজোতে সবাই বাড়ি যায় । আর আপনি পুজো শেষ করে ফিরছেন। এই বলে একটু হাসলো আকাশ। না না তেমন কিছু নয়, বাড়ির পুজো তো অনেক দেখেছি , তাই আবার কলকাতার পুজোটা দেখে নিলাম। কত আলো, কত ভির কলকাতায়। গ্রামে অত হয় না। বলেই আবার প্রশ্ন ছুড়ে দিল, তা আপনি কোথায় থাকে ? কলকাতা ? হ্যাঁ, এখন মাসি বাড়ি যাচ্ছি , আসলে পুজোতে কলকাতা থাকতে পারিনি, তাই একটু বেড়াতে যাচ্ছি বললো আকাশ।
 
Where are you going Got to travel? No ... I was in Calcutta at my home, Pujo. I am returning home after the puja. The girl said. Returning after Pujo !!!? I knew everyone went home to Pujo. And you are returning after the pujo. Akash smiled a little saying this. No, it's not like that, I have seen a lot of pujo at home, so I saw the pujo in Kolkata again. How many lights, how many heroes in Calcutta. Not so in the village. He threw the question again, where do you live? Kolkata? Yes, now I am going to my aunt's house, in fact I could not stay in Kolkata for Pujo, so I am going for a walk, said Akash.



     
ও হ্যাঁ আমি আকাশ, আপনি ? বলেই হাতটা বাড়িয়ে দিলাম। আমি রণিতা, কলকাতা থাকি , পড়াশুনা করি ওখানে, হোস্টেল এ থাকি। দেখো আমরা কত কাছে থাকি , অথচ কতো দূরে এসে পরিচয় হলো বলেই হেসে উঠলো আকাশ। রণিতাও হাসে, হাসলে যে ওকে কি মিষ্টি লাগে বলে বোঝানো যাবেনা । 
 
Oh yes I am Akash, you? I raised my hand. I live in Ranita, Kolkata, I study there, I live in a hostel. Look at how close we are, but how far we have come to know each other, Akash laughed. Ranita also smiles, laughing doesn't mean that she likes sweets.


 
ক্রমশ ওদের কথা চলতে লাগলো, বাড়িতে কে কে আছে, কি করো এটা সেটা কত কি । কথা যেনো শেষ হতেই চায় না । হঠাৎ করে আকাশের মনে হলো এই রাস্তা যেনো শেষ না হয়। অনেক দূর অনেক দূর এই ভাবেই চলতে চাই, রণিতার সাথে যেনো অজানা পথ, অজানা শহর , অজানা মানুষ জন , সব কিছু অজানার মাঝে , আমরা দুজন একে অপরের পরিচিতি।  এত কিছু কথার মধ্যেও আকাশ কিছু বলতে চায় রণিতা কে , কেনো জানি বলতে পারে না। পেটে আসে মুখে আসে না। নাকি একটা আকুত ভয়, একটা শংকোচবোধ  বার বার বাঁধা দিচ্ছে আকাশকে। 

 

Gradually they started talking about who is at home, what to do, how much it is. As if the talk does not want to end. Suddenly the sky felt as if this road did not end. I want to go far, far away in this way, as if with Ranita, in an unknown path, in an unknown city, in an unknown people, in the midst of all the unknown, we are both acquainted with each other. In the midst of so many words, Akash wants to say something, who is Ranita, I can't say why. It comes in the stomach but not in the mouth. Or an anxious fear, a shyness that is repeatedly blocking the sky. 


 
অবশেষে স্টেশন আগত, আকাশের নামার পালা। তোমার স্টেশন তো চলে এলো, নামবে না ? বললো রণিতা। 
এতক্ষণ আমাদের আপনি টা , তুমি তে পরিণীতি হয়েছে। হ্যাঁ ... নামবো তো । এত তাড়াতাড়ি কেনো যে চলে এলো স্টেশন টা । একটা বিষাদ ভরা স্বেরে বললো আকাশ । রণিতা কেও কিঞ্চিৎ অপ্রস্তুত দেখালো, হয়তো ও চাইছিল আরো কিছক্ষন একসাথে থাকতে। কিন্তু আমাদের নামতেই হবে আমাদের গন্তব্যে। আর সেটাই হলো আমিও নেবে পরলাম। আস্তে আস্তে ট্রেন স্টেশন ছেড়ে বেড়িয়ে যেতে লাগলো। ছুটতে শুরু করলো ট্রেন, একসময় মিলিয়ে গেলো দূরে।
 
Finally the station arrives, it's time to get off the sky. Your station is gone, won't you get off? Said Ranita. For so long we have been the result of you, you. Yes ... I'll get off. Why is it so early that the station came. Akash said in a sad voice. Ranita also seemed a little unprepared, maybe she wanted to stay together for a while longer. But we have to get off at our destination. And that's what I took. Slowly the train began to leave the station. The train started to run, at one point it went away.
 
সাথে সাথে মিলিয়ে গেলো আমার না বলতে পারা কথা গুলোও,যা কোনোদিনও বলা হবেনা রণিতা কে। নামার আগে একটা উপহার ওকে দিয়েছিলাম, একটা কবিতা কবিগুরুর কথাতেই .....
 "আমি নামবো পরের স্টেশন এ , যাবে দূরে তুমি। 
 দেখা হবে না আর কোনোদিনও" ।
 

At the same time, the things that I could not say also merged, which will never be said about Ranita. I gave him a gift before he left, a poem in the words of the poet .....

"I'll get off at the next station, you go away.
Never see you again "

 

Thank You 

Comments

Post a Comment

Popular posts from this blog

Romantic Rain Poem in Bengali - বৃষ্টির কবিতা

Life Lessons From Candle Fire - মোমবাতির আগুন নিয়ে কিছু কথা

Friendship - বন্ধুত্ব