Friendship - বন্ধুত্ব

বন্ধুত্ব আমাদের জীবনে এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের জীবন একেবারেই সাদা কালো, এক থাকার মজা অবশ্যই আছে তা অস্বীকার করা যায় না কিন্তু কোনো ঘটনা, কোনো পরিস্থিতি বা কোনো গল্প যা আপনাকে আপনি হয়ে উঠতে সাহায্য করে সেগুলো বন্ধু ছাড়া একেবারেই সম্ভব না, স্কুলের টিফিন আর কলেজের সিগারেট ভাগ করে নেয়ার মত বন্ধু না থাকলে জীবনের "ষোলয়ানাই ফাঁকি"। জীবনে নাম-যশ, সুখ-ঐশ্বর্য, ইত্যাদি অনেক না থাকলেও যদি সঠিক বন্ধু থাকে তবে তার জীবনের মোর গুলোই হয় আলাদা যার স্মৃতি সুখ ভাগ করে নেয়া যায় অন্য মানুষটির সাথে যে আপনার সাথে সেই জায়গায় সেই পরিস্থিতিতে ছিল ও আপনার সাথে সেই সময়ের নুভূতি টুকুও ভাগ করে নিয়েছে friendship day sms bangla।

বন্ধু মানে কী? এক একজন একরকম ব্যাখ্যা করেন। সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বন্ধুত্বের কোনও না কোনও সংজ্ঞা খাড়া করতে চান। এই সব সংজ্ঞাকে একত্রিত করে যদি একটা তাল বানিয়ে ফেলা যায় এবং সেই তালটিকে যদি ভেঙে ফেলা যায়, তাহলে ভিতরে যে 'কোর' জিনিসটি পড়ে থাকে সেটাই বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে একে অপরের মনকে ছুঁয়ে থাকা কোনও সম্পর্ক। যার তারগুলো জুড়ে থাকে আত্মার বন্ধনের সঙ্গে।

                                                      

10 Best Friendship Status in Bengali - সেরা দশটি বন্ধুত্বের স্টেটাস

বন্ধুত্ব নিয়ে বহু গান, গল্প, কবিতা, সিনেমা ইত্যাদি সব আছে, তাদের মধ্যে কিছু কিছু আছে যারা মদের রোজকার জীবন বা একটি অসাধারন দিন যেকোনো সময়ে আমাদের আমাদের বন্ধুদের সাথে যে সম্পর্ক তাকে খুব সুন্দর করে তুলে  ধরে। সেই গান গুলো বহু পুরোনো হলেও আমাদের কাছে একেবারে আনকোরা হয়ে আছে আর একদম প্রথম দিনটির মতই অনুভূতি দেয় আমাদের, তেমনই কিছু চিরসবুজ গানএর লাইন এখানে দেওয়া হল যা আপনারা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে bangla friendship sms kobita।

                                           


  

1. বন্ধুত্ব-কে সেলিব্রেশন করুন

জীবনে অনেককিছুই থাকবে। কাজের সাফল্য, অর্থ-সবকিছু। কিন্তু তারমাঝেই খুঁজে বের করুন বন্ধুত্বের সম্পর্কটাকে।

2. বন্ধুরা হাসতে শেখায়

আত্মাটা হয়তো আলাদা কিন্তু, দুই আত্মার তারগুলো জুড়ে গিয়ে যে সম্পর্ক তৈরি হয় তা অত্যন্ত সুমধুর। তাই বন্ধুত্ব এতটা সুন্দর। তাই বন্ধু মানে উচ্ছ্বাস, বন্ধু মানে হাসি।

3. একে অপরকে বন্ধুত্বের চোখে দেখুন

বন্ধু সম্পর্কে কোনও খারাপ ধারনা রাখবে না। কিছু সমস্যা থাকলে মিটিয়ে নিন। আর বলে ফেলুন 'তুমি আমার সেরা বন্ধু'।

                                                 

4. সত্যিকারের বন্ধু কারা

কিছু প্যারামিটারের ভিত্তিতে এটাকে মাপা গেলেও যে তা ঠিক হবে- এমন গ্যারান্টি দেওয়া যায় না। তবে, সত্যিকারের বন্ধু বলে তো একটা কিছু আছে- আসলে সত্যিকারের বন্ধু তারাই যে আপনার সঙ্গে কোনও বিনিময় প্রথা ছাড়াই নিঃস্বার্থভাবে জুড়ে থাকে।

5. বন্ধুত্বের হয় না কোনও পদবি

এই বিশ্বাস রাখুন, দেখবেন জীবনটা হঠাতই খুব সুন্দর হয়ে গিয়েছে। ফোন করে ফেলুন জীবনের সেরা বন্ধুটাকে। যদি সে পাশে থাকে তাহলে তাকে বুকে জড়িয়ে নিন। বেরিয়ে পড়ুন কোথাও। নিখাদ আড্ডা। এটাই তো বন্ধুত্ব।

                    

6. জীবন নামক ভেলায় চড়ে বন্ধুত্বকে বহন করা

কখনও ভেবে দেখেছেন এমন এক কথা- কারণ জীবন মানে একটা সফর-যার সঙ্গে তুলনা চলতে পারে ভেলায় করে অজানার উদ্দেশে বেরিয়ে পড়া- যেখানে ভিড় করে থাকে একগুচ্ছ জীবন- কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও সঙ্গে থেকে যায় বন্ধুত্ব।


7. ছোট্টবেলায় করে ফেলা প্রোপোজ

বন্ধুত্বের আড়ালে ছোট্টবেলায় করে ফেলা প্রোপোজ বয়স বাড়ে, মনের জমে ওঠে নানা খেয়ালের ভিড়, তারমধ্যে ফিরে আসে এমনই সব স্মৃতি, সত্যি তো বন্ধু মানে তো জীবন, আর সেটা যদি ছোটবেলায় কাউকে বলে দেওয়া যায় সেটাও একটা অনুভূতি, জীবনের চলার পথে সেই ছোটবেলার কথাটা কারোর ক্ষেত্রে সফল হয়, কারোর হয় না, কিন্তু তা বলে তো বন্ধুত্ব হারিয়ে যায় না।

8. ছেলেবেলার বন্ধুরা

“ ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই কোথায় যেন হারিয়ে যায়। ভাবতে অবাক লাগে একেক সময়। মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা - পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পলে পলে দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না। ”


শেষ কথা

আমাদের জীবনে বন্ধুদের গুরত্ব বেশ, বন্ধু ছাড়া আমাদের মত মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব।  বেঁচে থাকা, বড় হওয়া, বুড়ো হওয়া এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়াতেও সঙ্গে থাকে। জীবনের প্ৰথ ফেল করা হোক বা জীবনের প্রথম প্রেম সবটাই আমরা করি কোনো এক বন্ধুর ঠেলা খেয়ে, একজন কেউ পেছন থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় না বরং এক সাথে এগিয়ে যায় আমাদের সাথে একসাথে। জীবনে আমাদের সমস্ত সাফল্যের স্বাদস করে তোলে আরো মিষ্টি ও ব্যর্থতার কষ্ট ভুলিয়ে করে তোলে আরও শক্ত করে তোলে নিজের পথে লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলার জন্য। আমাদের জীবনে সেই সমস্ত বন্ধুদের জন্য এই লেখা টি friendship quotes in bangla language।


...........................................................................................................................................................................
English Translation 

Friendship is one of the things in our lives without which our lives are absolutely black and white, there is no denying that it is fun to be one but no event, any situation or any story that helps you become you is absolutely possible without friends, school tiffin and If you don't have friends to share college cigarettes with, life is a "sixteen hoax" There are not many names, fame, happiness, etc. in life, but if you have the right friend, then the peacocks of his life are different whose memory and happiness can be shared with other people who were with you in that situation and shared with you the feeling of that time. Has taken friendship day sms bangla.

What does friend mean? One by one he explained. From writers to ordinary people, everyone wants to come up with some definition of friendship. If a rhythm can be made by combining all these definitions and if that rhythm can be broken, then the 'core' thing that lies inside is friendship. So friendship means any relationship that touches each other's mind. Whose wires are connected with the bond of the soul.


10 Best Friendship Status in Bengali

There are a lot of songs, stories, poems, movies, etc. about friendship, some of them that make the relationship with our friends very beautiful at any time of our daily life or a wonderful day. Although those songs are very old, they are completely unknown to us and give us the feeling of the very first day, so here are some lines of evergreen songs that you can share with your friends bangla friendship sms kobita.


1. Celebrate friendship

There will be many things in life. Success at work, money সব everything. But in the meanwhile find the friendship.

2. Teaches friends to laugh

The soul may be different, but the relationship between the two souls is very sweet. That's why friendship is so beautiful. So friend means excitement, friend means smile.

3. Look at each other in the eyes of friendship

Don’t have any bad ideas about friends. If there is any problem, solve it. And say 'you are my best friend'.


4. Who are the true friends

Although it can be measured on the basis of certain parameters, there is no guarantee that it will be correct. However, there is something called true friends - in fact, true friends are those who unselfishly associate with you without any exchange.

5. Friendship is not a surname

Believe me, life has suddenly become very beautiful. Call the best friend in life. If he is next to you, hug him. Read out somewhere. Pure chat. That is friendship.

6. Carrying friendship on the raft called life

Ever wondered - because life is a journey - one that can be compared to going out on a raft to the unknown - where the crowds are a bunch of lives - but somewhere in between there is friendship.


7. Proposal made at an early age

Proposals made in childhood under the guise of friendship increase with age, the mind becomes crowded with all sorts of memories, all such memories come back in it, really friend means life, and if it can be told to someone at a young age, it is also a feeling. It is successful, it does not happen to anyone, but it does not mean that the friendship is lost.

8. Childhood friends

“Childhood friends are lost somewhere like the love of girls. It is surprising to think one by one. It seems that understanding is somehow better. Mixing their merciless bodies and merciless minds with the intense sweetness of adolescence, they remain immortal in the eternal memory like pearls - they are as sweet as life in those who never see them again, they do not falter in decay, they do not decay. ”


Last word

The importance of friends in our lives is quite, without friends it is almost impossible for an inhuman like us to survive. Survival, growing up, getting old and even growing up are all part of it. Whether it is the first love of life or the first love of life we ​​all do at the push of a friend, someone does not inspire us to move forward from behind but moves forward together with us.

Makes us taste all the successes in life more sweet and forgets the pain of failure makes it harder to move forward from the goal in our own way. This article or section needs sources or references that appear in credible, third-party publications.

Thank you 


Comments

Post a Comment

Popular posts from this blog

Romantic Rain Poem in Bengali - বৃষ্টির কবিতা

Life Lessons From Candle Fire - মোমবাতির আগুন নিয়ে কিছু কথা